এক্সপ্লোর
Rishabh Pant Update: মেডিক্লেম থেকেই পন্থের চিকিৎসার খরচ, এয়ার অ্যাম্বুল্যান্সের ভাড়া দিয়েছে বোর্ড
Dhirubhai Ambani Kokilaben Hospital: মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল।
Rishabh Pant
1/10

ঋষভ পন্থের (Rishabh Pant) হাঁটুর অস্ত্রোপচার হল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI) খবর, সফল হয়েছে অস্ত্রোপচার।
2/10

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'শুক্রবার পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।'
3/10

বিশেষজ্ঞ, ডক্টর দীনেশ পাড়দিওয়ালার তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন পদ্ধতি চূড়ান্ত করা হবে।
4/10

ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে।
5/10

বোর্ড সূত্রে খবর, ক্রিকেটারদের জন্য যে স্বাস্থ্যবীমা রয়েছে, পন্থের চিকিৎসার খরচ হচ্ছে তা থেকেই। মেডিক্লেম থেকেই অস্ত্রোপচারের খরচও পাবেন পন্থ।
6/10

দেহরাদূন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পন্থকে মুম্বইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ভাড়া সবটাই বহন করেছে বোর্ড।
7/10

পন্থের সেরে উঠতে কতদিন সময় লাগবে? বিশেষজ্ঞরা বলছেন, পুরোটাই নির্ভর করছে পন্থ চিকিৎসায় কতটা দ্রুত সাড়া দেন তার ওপর।
8/10

অন্তত চার থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে রুরকির তারকা ক্রিকেটারকে।
9/10

আইপিএলে পন্থের খেলার সম্ভাবনা নেই। অনেকেই মনে করছেন যে, পন্থের পরিবর্তে এই মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে।
10/10

তবে অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওযান ডে বিশ্বকাপের আগে পন্থকে মাঠে ফেরানোর চেষ্টা করবেন চিকিৎসকরা।
Published at : 07 Jan 2023 09:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















