এক্সপ্লোর
Roger Federer: তিনি টেনিসের কিংবদন্তি, তিনি সুইস সম্রাট, রজার ফেডেরারের জন্মদিনে একঝলকে তাঁর সাম্রাজ্য
Roger Federer Birthday: অলিম্পিক্সেও পদক আছে রজার ফেডেরারের। ২০০৮ সালে অলিম্পিক্সে ডাবলসে সোনা জিতেছিলেন। ২০১২ অলিম্পিক্সে সিঙ্গলসে রুপো জিতেছিলেন।
রজার ফেডেরার (ছবি এএনআই)
1/10

৪৩ তম জন্মদিন আজ টেনিসের সম্রাট জীবন্ত কিংবদন্তি রজার ফেডেরারে। এক নজরে দেখে নেওয়া যাক প্রাক্তন এই সুইস টেনিস তারকার বর্ণময় কেরিয়ার।
2/10

নিজের বর্ণময় কেরিয়ারে মোট ১০৩টি খেতাব জিতেছেন রজার ফেডেরার। সর্বাধিক ৮ বার উইম্বলডন খেতাব জিতেছিলেন সুইস টেনিস সম্রাট।
Published at : 08 Aug 2024 05:55 PM (IST)
আরও দেখুন






















