এক্সপ্লোর
Sunil Gavaskar: টেস্ট অভিষেকের ৫০ বছর পূর্ণ, গাওস্করকে কী বললেন তারকা ভক্ত?

সুনীল গাওস্কর
1/10

৬ মার্চ। পঞ্চাশ বছর আগে এই দিনেই টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন সুনীল মনোহর গাওস্কর। পরবর্তীকালে গোটা বিশ্ব যাঁকে চিনবে লিটল মাস্টার হিসাবে।
2/10

১৯৭১ সালে এই দিনেই পোর্ট অফ স্পেনে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল গাওস্করের।
3/10

টেস্ট অভিষেকের ৫০ বছর সম্পূর্ণ হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিশেষ সম্মান দেওয়া হল গাওস্করকে।
4/10

শনিবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বিশেষ সম্মান জানান গাওস্করকে।
5/10

এদিনই আর একটি অভিষেকও হয়েছে গাওস্করের। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি।
6/10

গাওস্করকে নিয়ে আবেগপূর্ণ ট্যুইট করেছেন তাঁরই একনিষ্ঠ ভক্ত। যিনি নিজেও কিংবদন্তি। সচিন রমেশ তেন্ডুলকর।
7/10

সচিন লিখেছেন, 'আমার আদর্শকে শ্রদ্ধার্ঘ। ৫০ বছর আগে এই দিনেই ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছিলেন। অভিষেক সিরিজে ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উঠতি ক্রিকেটারদের কাছে উদাহরণ হয়ে উঠেছিলেন।'
8/10

সচিন ট্যুইটারে আরও লিখেছেন, 'প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ও পরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল ভারত, আর তারপর থেকে দেশে ক্রিকেটের অর্থই বদলে গিয়েছিল। আমি ওঁর মতো হওয়ার চেষ্টা করতাম। সেটা কখনও পাল্টায়নি। উনিই আমার কাছে নায়ক।'
9/10

গাওস্করকে বরাবর নিজের আদর্শ বলে মেনে চলা সচিন আরও লিখেছেন, 'টেস্ট অভিষেকের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন মিস্টার গাওস্কর। ১৯৭১-এর সিরিজের সকলকে ধন্যবাদ। আমাদের আলো দেখানোর জন্য।'
10/10

প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে দশ হাজার রান, ৩৪টি সেঞ্চুরি-সহ একাধিক রেকর্ড রয়েছে গাওস্করের ঝুলিতে। ছবি: বিসিসিআই, পিটিআই
Published at : 06 Mar 2021 06:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
