এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Sania Mirza: টেনিসকে বিদায় জানিয়েছেন সম্প্রতি, হায়দরাবাদে সানিয়ার জমকালো ফেয়ারওয়েল পার্টিতে চাঁদের হাট
Sania Mirza Farewell Party: সম্প্রতি মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত হয়েছেন সানিয়া মির্জা। তিনি এখন আরসিবি-র মেন্টর হিসেবে কাজ করবেন।
সানিয়া মির্জা
1/9

সম্প্রতি টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। এবার হায়দরাবাদে হয়ে গেল ভারতীয় টেনিস সুন্দরীর গ্র্যান্ড ফেয়ারওয়েল রওয়েল পার্টি। উপস্থিত ছিলেন বলি
2/9

বলি তারকারাও ছিলেন এই ফেয়ারওয়েল পার্টিতে। সানিয়ার ভীষণ কাছের বন্ধু ফারহা খান এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পরিচালক সাজিদ খানও।
3/9

সঙ্গীত পরিচালক এ আর রহমন আছেন এই তালিকায়। তিনিও এসেছিলেন সানিয়ার ফেয়ারওয়েল পার্টিতে।
4/9

ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার দম্পতি সাইনা নেহওয়াল ও পারুপল্লী কাশ্য়পও এসেছিলেন পার্টিতে।
5/9

সানিয়ার সঙ্গে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহের বন্ধুত্ব দীর্ঘদিনের। তিনিও এসেছিলেন।
6/9

স্ত্রী সাফা বেগ ও সন্তানকে নিয়ে সানিয়ার ফেয়ারওয়েল পার্টিতে এসেছিলেন ইরফান পাঠান।
7/9

প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের স্ত্রী সাগরিক ঘাটকে-কে দেখা গেল ফেয়ারওয়েল পার্টিতে।
8/9

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি রয়েছেন তালিকায়। সানিয়ার সঙ্গে হুমার বন্ধুত্বও দীর্ঘদিনের।
9/9

প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিংহ বেদির ছেলে অভিনেতা অঙ্গদ বেদিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী নেহা ধূপিয়া। দম্পতি এসেছিলেন এই পার্টিতে।
Published at : 06 Mar 2023 03:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























