এক্সপ্লোর
Advertisement

Scotland vs Namibia: প্রথমবার বিশ্বকাপে নেমেই চমক নামিবিয়ার

Namibia
1/9

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) প্রথমবার খেলতে নেমেই চমক নামিবিয়ার।
2/9

প্রথম রাউন্ডের বাধা টপকে সুপার টুয়েলভে জায়গা করে নিয়ে আগেই ইতিহাস গড়েছে তারা।
3/9

বুধবার সুপার টুয়লেভেও নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল নমিবিয়া।
4/9

গ্রুপ-২'এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল নমিবিয়া। সেই স্কটল্যান্ড, যোগ্যতা অর্জনকারী পর্বে যারা বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল।
5/9

নামিবিয়ার জয়ের নেপথ্যে রুবেন ট্রাম্পেলমানের অসাধারণ বোলিং। তরুণ পেসারের প্রথম ওভারই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়।
6/9

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৯ রান তোলে।
7/9

স্কটল্যান্ড ইনিংসের প্রথম ওভারেই জর্জ মুনসি, কালাম ম্যাকলেয়ড ও রিচি বেরিংটনের উইকেট তুলে নেন ট্রাম্পেলমান।
8/9

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে তিন উইকেট নিয়ে ইতিহাস গড়েন রুবেন।
9/9

জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়া ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। ছবি - আইসিসি
Published at : 28 Oct 2021 12:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement
ট্রেন্ডিং
