এক্সপ্লোর
পুজোর আনন্দে একসঙ্গে সামিল, রাজনীতির ময়দানে সৌভ্রাতৃত্বের দৃষ্টান্ত মনোজ-দিন্দার
ManojTiwary_AshokeDinda_(2)
1/10

মাঠে তাঁরা ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। বাংলার হয়ে একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন। দলকে জিতিয়েছেন। ক্রিকেট মাঠের সেই দুই সহযোদ্ধাই পরে রাজনীতির ময়দানে একে অপরের প্রবল প্রতিপক্ষ হয়ে পড়েন। একজন নাম লেখান তৃণমূল কংগ্রেসে। অন্যজন বিজেপিতে। বিধানসভা ভোটে দুজনই জেতেন। দুই ক্রিকেটার-বিধায়ক মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা অবশ্য দুর্গাপুজোয় রাজনৈতিক ভেদাভেদ শিকেয় তুলে একসঙ্গে সময় কাটালেন।
2/10

আবাসনের পুজো দেখলেন। ভোগ খেলেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ধরা পড়ল বিরল সৌভ্রাতৃত্বের ছবি।
Published at : 16 Oct 2021 11:31 PM (IST)
আরও দেখুন






















