এক্সপ্লোর
T20 World Cup: বিশ্বকাপে নজরে যে উইকেট কিপার ব্যাটাররা
ম্যাথু ওয়েড ও দীনেশ কার্তিক এই তালিকায় রয়েছেন
1/10

অস্ট্রেলিয়ার মাটিতে এবার শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেখে নেওয়া যাক সেরা উইকেট কিপার ব্যাটারদের।
2/10

ভারতের হয়ে উইকেটের পেছনে দেখা যাচ্ছে দীনেশ কার্তিককে।
3/10

ব্যাটার হিসেহবে ডেভন কনওয়ের কোনও তুলনা হয় না। অন্য়দিকে উইকেটের পেছনে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১১টি ম্য়াচ খেলেছেন তিনি। ৭টি শিকার রয়েছে নামের পাশে।
4/10

লিটন দাস বাংলাদেশের উইকেট কিপার হিসেবে দায়িত্ব সামলেছেন। ১০ ম্যাচে দায়িত্ব সামলে ৪টি শিকার করেছেন।
5/10

নিউজিল্যান্ডের উইকেট কিপার হিসেবে গ্লেন ফিলিপসও রয়েছেন। তিনি সাম্প্রতিক সময়ে যদিও উইকেটের পেছনে দায়িত্ব সামলাননি। কিন্তু দুর্দান্ত একজন অ্যাথলিট হিসেবে নাম রয়েছে ফিলিপসের।
6/10

বছর ২৮-র ফ্ল্যামবয়েন্ট ব্য়াটার। বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার হিসেবে প্রথম পছন্দ নুরুল হাসান। ঝুলিতে রয়েছে মোট ২৪টি শিকার ও ৭টি স্ট্যাম্পিং।
7/10

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক বিশ্বের সেরা উইকেট কিপার ব্য়াটারদের মধ্যে একজন। শরীরের রিফ্লেক্স দুর্দান্ত। দ্রুত স্টাম্পিং করতে পারেন।
8/10

পাকিস্তানের উইকেট কিপার ও তাঁদের দেশের এই মুহূর্তে সেরা ব্যাটার। বেশিরভাগ সময় স্পিন সহায়ক উইকেটে কিপিং করে এসেছেন। তবে পেস বোলারদের উইকেটের পেছনে সামলানোর ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে।
9/10

ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে উইকেটের পেছনে বরাবর দেখা গিয়েছে ম্যাথু ওয়েডকে। দলের প্রথম পছন্দই তিনি। উইকেটের পেছনেও সমান পারদর্শী।
10/10

টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিধ্বংসী ব্যাটার। ইংল্যান্ডের অধিনায়ক। উইকেটের পেছনে অনেক বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন। যথেষ্ট অভিজ্ঞ।
Published at : 25 Oct 2022 02:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























