এক্সপ্লোর
World Cup : স্পিনঘূর্ণিতে আফগানদের ইংল্যান্ড বধ, বিশ্বকাপের আফগানিস্তানের বিরাট জয় যে পথে
ENG vs AFG : চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম বড় অঘটন। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় আফগানিস্তানের। কোন পথে ইতিহাস আফগানদের ?

World Cup England vs Afghanistan
1/10

আফগান স্পিনত্রয়ীর ফাঁদে নাস্তানাবুদ হতে হল ইংল্যান্ড দলকে। মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), রশিদ খান (Rashid Khan) তিনটি করে উইকেট নেন। দুইটি উইকেট নেন মহম্মদ নবি।
2/10

ইংল্য়ান্ডের হয়ে একমাত্র হ্যারি ব্রুকই (Harry Brook) লড়াই করেন। তিনি ৬৬ রানের ইনিংস খেলেন।
3/10

২০১৫ সালে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল আফগানিস্তান। সেইবার স্কটল্যান্ডকে হারিয়েছিলেন মহম্মদ নবিরা।
4/10

তারপর থেকে মেগা টুর্নামেন্টে নাগাড়ে ১৪টি ম্যাচে হারতেই হয়েছে আফগানদের। তবে সেই হারের ধারা অবশেষে থামল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ইংল্যান্ডের উদ্দেশে ২৮৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়।
5/10

জবাবে ইংল্যান্ড শুরুটাই ভাল করতে পারেনি। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই জনি বেয়ারস্টোকে দুই রানে সাজঘরে ফেরান ফজলহক ফারুখি। ইংল্যান্ড ব্যাটিংয়ে বড় ভরসা জো রুটও ১১ রানের বেশি করতে পারেনি।
6/10

এরপর গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ইনিংসের হাল ধরেন হ্যারি ব্রুক ও গত ম্যাচে শতরান হাঁকানো ডেভিড মালান। তবে মালানকে মহম্মদ নবি ৩২ রানে ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে নয় রানে নবীন উল হক আউট করার পরেই আফগানিস্তান ম্যাচের রাশ সম্পূর্ণরূপে নিজেদের দখলে নিয়ে নেয়।
7/10

একদিকে যেখানে তরুণ হ্যারি ব্রুক রশিদ খানের স্পিন জাল কাটিয়ে দলের ইনিংস বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, অপরদিকে সেখানে ইংল্যান্ডের মিডল অর্ডার ধস নামান রশিদরা।
8/10

লিয়াম লিভিংস্টোন (১০), স্যাম কারান (১০), ক্রিস ওকস (৯) কেউই ব্রুককে সঙ্গ দিতে পারেননি। শেষমেশ ব্রুকও সেই স্পিন-ফাঁদেই ফাসেন। ৬১ বলে ৬৬ রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরেন।
9/10

আদিল রশিদ (২০) ও মার্ক উড (১৮) ২৯ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে দু'শো রানের কাছাকাছি পৌঁছে দেন। তবে শেষমেশ ২১৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
10/10

গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ৬৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে তাঁদের শুধু বড় ধাক্কা দেওয়াই নয়, বাকি দলগুলিকেও বড়সড় বার্তা দিয়ে রাখল আফগানিস্তান ক্রিকেট দল।
Published at : 16 Oct 2023 10:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
