এক্সপ্লোর
Tata punch Car review: নজরকাড়া ডিজাইন ও ফিচার্স, সাড়া ফেলেছে টাটা পাঞ্চ

বাজারে আসতে চলেছে টাটা মোটর্সের নতুন গাড়ি টাটা পাঞ্চ
1/8

বাজারে আসতে চলেছে টাটা মোটর্সের নতুন গাড়ি টাটা পাঞ্চ। ২১ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করা যাবে। বাজারে আসার আগেই এই নতুন গাড়ি নিয়ে আগ্রহ তুঙ্গে।
2/8

উৎসবের মরসুমে টাটার এই নতুন এসইউভি-র ডিজাইন ও ফিচার্স নজর কেড়ে নিচ্ছে।
3/8

টাটার এই নতুন গাড়ির অন্দরসজ্জা অলট্রোজের মতো। তবে পাঞ্চের ডিজাইনে কিছুটা বদল আনা হয়েছে।
4/8

টাটার পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্চের ব্যাটসিটে অনায়াসে তিনজন বসতে পারবেন। এই গাড়ির সব সিটই আরামদায়ক।
5/8

টাটা পাঞ্চে আরও অনেক ফিচার্স আছে। গ্রাহকরা যাতে সুবিধা পেতে পারেন এবং আরামদায়ক সফর করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে টাটা মোটর্স।
6/8

টাটা পাঞ্চে ডায়নামো টেকনলজির ইঞ্জিন আছে। ফলে এই গাড়ির ইঞ্জিনে কোনওরকম চাপ পড়বে না। পাহড়ি রাস্তাতেও এই গাড়ি ভালভাবে চালানো যাবে, এমনই দাবি সংস্থার।
7/8

টাটা পাঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অন্য সব গাড়ির চেয়ে আলাদা। ফলে এই গাড়িতে ভ্রমণ আরামদায়ক হবে।
8/8

টাটা মোটর্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পাঞ্চের সাত রকমের রং থাকবে। প্রতিটি রংই অত্যন্ত আকর্ষণীয়।
Published at : 10 Oct 2021 05:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
