এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Tech Hacks: পুরনো আইফোন কীভাবে অনেকদিন পর্যন্ত ভাল থাকবে? রইল কিছু সহজ টিপস
iPhone: পুরনো আইফোনের ক্ষেত্রে কিছু সহজ কৌশল ব্যবহার করলে তা অনেকদিন পর্যন্ত ভাল থাকবে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

আইফোন পুরনো হলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে কিছু সমস্যা সহজেই সমাধান করা যায়। তার জন্য কিছু সহজ কৌশল জেনে নিতে হবে।
2/10

নতুন আইফোন লঞ্চ করার সময় নতুন ফিচারের সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেটও যুক্ত করে অ্যাপেল কর্তৃপক্ষ। একটি আইফোনে অন্তত চারটি বড় iOS আপডেট যুক্ত হয়।
3/10

সফটওয়্যার আপডেট হলে আইফোন আরও বেশি সুরক্ষিত হয় এবং up-to-date থাকে। তাই আপনার কাছে যে আইফোন রয়েছে সেখানে লেটেস্ট সফটওয়্যার আপডেট থাকা প্রয়োজন।
4/10

সফটওয়্যার আপডেট করার আগে দেখে নেবেন ফোনে যেন ৬০ শতাংশ ব্যাটারি থাকে এবং ভাল ইন্টারনেট কানেকশন থাকে। পুরনো আইফোন অনেকদিন পর্যন্ত ভাল রাখার এটি অন্যতম ট্রিকস।
5/10

Go to Settings > General > Software Update- এই পদ্ধতিতে কাজ করলে খুব সহজেই নিজের আইফোনে লেটেস্ট iOS ভার্সান ইনস্টল করতে পারবেন আপনি। তার ফলে আপনার আইফোন পুরনো মডেল হলেও নতুনের মতোই সুরক্ষিত থাকবে।
6/10

আইফোনের বয়স হয়েছে। আর আগের মতো কাজ করছে না। এক্ষেত্রে নতুন আইফোন কেনাই একমাত্র সমাধান নয়। আপনি চাইলে নতুন আইফোন কেনার পরিবর্তে ব্যাটারি পরিবর্তন করতে পারেন।
7/10

এক্ষেত্রে আপনার খরচ তুলনায় অনেকটাই কম হবে। অ্যাপেলের সার্ভিস সেন্টার থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন করবেন। অন্য কোথাও থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন না করাই ভাল।
8/10

যদি আপনার আইফোনে স্টোরেজ পুরোপুরি ভর্তি হয়ে যায় এবং ফোন খুবই ধীর গতিতে কাজ করে তাহলে এই সমস্যার থেকে সহজে রেহাই পাওয়ার উপায় হলো ফোন রিসেট করা।
9/10

বছরে অন্তত একবার আইফোন রিসেট করুন। মূলত আইফোন রিসেট করলে যাবতীয় cache এবং temp files ফোন থেকে ডিলিট হয়ে যাবে। ফোন দ্রুত গতিতে কাজ করবে।
10/10

উপরে উল্লিখিত কৌশলগুলি মেনে চললেই আপনার পুরনো আইফোন মডেলও নতুনের মতোই কাজ করবে এবং অনেকদিন টিকে থাকবে। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 25 Dec 2022 09:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























