এক্সপ্লোর
Gmail Storage Hacks: জায়গা নেই, আসছে না মেল! জিমেলে সুরাহা কীভাবে?
Free Space in Gmail: জিমেলে স্টোরেজ নিয়ে সমস্যা? উপায় কী কী?
নিজস্ব চিত্র
1/9

এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন প্রয়োজন। তেমনই প্রয়োজন ইমেল অ্যাকাউন্টও (Email Account)। কলেজে আবেদন করা থেকে শুরু করে, পড়াশোনা শেষে চাকরির আবেদন, ইমেল অ্যাকাউন্ট থাকতেই হবে। কারণ এখন ইমেলেই সব কাজ হয়।
2/9

শুধু চাকরি কেন, ব্য়াঙ্কের কাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যে কোনও কাজেই দরকার হয় ইমেল অ্যাকাউন্টের। ইয়াহু, রেডিফ মেলের মতো নানা সংস্থা রয়েছে ঠিকই। কিন্তু ভারতে ইমেল বলতে গুগল মেল বা জিমেল ব্যবহারই একচেটিয়া।
Published at : 02 Jun 2023 07:07 PM (IST)
আরও দেখুন






















