এক্সপ্লোর
App Store Best App 2021 List: ভারতে জনপ্রিয় অ্যাপের তালিকায় কে ১ নম্বরে ? ২০২১-এর সেরার লিস্ট প্রকাশ
App_Store-এ কে এগিয়ে, কে পিছিয়ে ? দেখে নিন ২০২১-এর অ্যাপ যুদ্ধ ।
1/11

২০২১-এর শেষের পর্বে দাঁড়িয়ে বছরে সেরা ১০ অ্যাপের তালিকা প্রকাশ করল অ্যাপলের অ্যাপ স্টোর(App Store)। দেখে নিন সারা বছরে জনপ্রিয়তার নিরিখে সবার ওপরে জায়গা করে নিয়েছে কোন অ্যাপ। ১ থেকে ১০ নম্বরে স্থান পেয়েছে কারা ?
2/11

WhatsApp:বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট চ্যাটিং অ্যাপ রয়েছে এই তালিকায় শীর্ষে। পরিসংখ্যান বলছে, হোয়াটসঅ্যাপ ভারতের অ্যাপ স্টোরে সর্বাধিক জনপ্রিয় ও ডাউনলোডেড অ্যাপের নিরিখে রয়েছে পয়লা নম্বরে।
3/11

Youtube: দেশে গান, ভিডিও ছাড়াও ট্রেন্ডিং কিছু দেখতে এই অ্যাপটি ব্যবহার করে বহু মানুষ। অ্যাপ স্টোরে দ্বিতীয় স্থানে রয়েছে ইউটিউব অ্যাপ।
4/11

Instagram: চলতি বছরেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এই অ্যাপে। এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি এ বছরও মানুষ পছন্দ করেছেন। এটি অ্যাপ স্টোরে তৃতীয় স্থান অর্জন করেছে।
5/11

Facebook: জনপ্রিয় এই অ্যাপ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ২০২১ সালে অ্যাপ স্টোরে জনপ্রিয় অ্যাপের তালিকায় ফেসবুক চতুর্থ স্থানে ছিল।
6/11

GooglePay: UPI ইউপিআই পেমেন্ট অ্যাপে গুগল দ্রুত তার পরিধি বাড়াচ্ছে। অ্যাপ স্টোরে জনপ্রিয়তার নিরিখে পঞ্চম নম্বরে রয়েছে এই অ্যাপটি।
7/11

Snapchat: স্ন্যাপচ্যাট অ্যাপটি ২০২১ সালে অ্যাপ স্টোরে সর্বাধিক জনপ্রিয় অ্যাপের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
8/11

Amazon India: বেশিরভাগ আইফোন ব্যবহারকারী অনলাইনে কেনাকাটার জন্য অ্যামাজন বেছে নেন। সেই কারণেই ৭ নম্বরে রয়েছে এই জনপ্রিয় ই-কমার্স অ্যাপ।
9/11

PhonePe: অ্যাপ স্টোরের শীর্ষ দশ অ্যাপের মধ্যে এটি দ্বিতীয় UPI পেমেন্ট অ্যাপ। PhonePe এ বছর জনপ্রিয়তার নিরিখে অ্যাপ স্টোরে অষ্টম স্থান অধিকার করেছে।
10/11

Google Chrome: ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ক্রোম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। অ্যাপ স্টোরে জনপ্রিয়তার দিক থেকে এই অ্যাপটি ৯ নম্বর স্থানে রয়েছে।
11/11

Gmail: জিমেইলের এই র্যাঙ্কিং কিছুটা অবাক করার মতো। ২০২১ সালে অ্যাপ স্টোরে জনপ্রিয়তার দিক থেকে Gmail দশম স্থানে রয়েছে।
Published at : 04 Dec 2021 01:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
