এই ছবি ২০০১ সালে হামলার পরের দিনের। তখনও ধোঁয়া গ্রাস করে রয়েছে গোটা এলাকা
2/7
এই হামলার মাস্টার মাইন্ড ছিলেন ওসামা বিন লাদেন। ২০১১ সালে পাকিস্তানে নিহত হন তিনি।
3/7
বিস্ফোরণের পর প্যান্টাগনের ভিতরে কাজ করছেন ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কর্মীরা
4/7
আঠেরো বছর আগের সেই বিস্ফোরণ এখনও আমেরিকার বাতাসে বহন করে বিভিন্ন রোগ জীবানু। ক্যান্সারের মতো বিভিন্ন মারণরোগ গ্রাস করে মানুষকে।
5/7
আমেরিকান এয়ারলাইন্সের ৭৭ ফ্লাইটটি হাইজ্যাক করে ঘটানো হয়েছিলো এই বিস্ফোরণ। এই ছবিটি বিস্ফোরণের পর প্যান্টাগনের ভিতরের অংশের।
6/7
ভয়াবহ সেই বিস্ফোরণ প্রান কেড়েছিল ২৯৯৬ জনের। আহত হয়েছিলেন ৬০০০ এর বেশি মানুষ। ক্ষতি হয়েছিল প্রায় ১০ বিলিয়ন ডলারের সম্পত্তির। এই ছবিটি ২০১৭ সালে আমেরিকার ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রথম প্রকাশ্যে নিয়ে আসে। প্রথম হামলার পর প্রতিক্রিয়া এই ছবিতে ধরা পড়েছে
7/7
আঠেরো বছর আগে ঠিক আজকের দিনেই ভয়াবয় বিস্ফোরণে কেঁপে ওঠে আমেরিকার ওয়াল ট্রেড সেন্টার। এখনও অবধি আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলা ২০০১ সালের ৯/১১-র হামলা। আলকায়দার পর পর বিমান হামলায় ভেঙে পড়ে ওয়াল ট্রেড সেন্টারের দুটো টাওয়ার।