এক্সপ্লোর
১০০ কোটির ক্লাবে প্রবেশ করা আমির খান অভিনীত পাঁচটি ছবি
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/26150700/amir4444444444.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/6
![২০১৪ সালে আমির খানের সুপারহিট ছবি ‘পিকে’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এই ছবিতে আমির খান ভিনগ্রহ থেকে আসা প্রাণীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/26150710/pk.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৪ সালে আমির খানের সুপারহিট ছবি ‘পিকে’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এই ছবিতে আমির খান ভিনগ্রহ থেকে আসা প্রাণীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা।
2/6
![এই তালিকায় প্রথম নাম আসবে ‘গজনী’ ছবির। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবি আমিরের বিপরীতে আসিনকে দেখা গিয়েছিল। ছবিটি সুপারহিট ছিল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/26150707/ghajini.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই তালিকায় প্রথম নাম আসবে ‘গজনী’ ছবির। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবি আমিরের বিপরীতে আসিনকে দেখা গিয়েছিল। ছবিটি সুপারহিট ছিল।
3/6
![‘ধুম থ্রি’-তে আমিরের সঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ক্যাটরিনা কঈফ এবং উদয় চোপড়াকে। এই ছবিতে আমিরকে দ্বৈত ভূমিকায় দেখা যায়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/26150705/dhoom-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘ধুম থ্রি’-তে আমিরের সঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ক্যাটরিনা কঈফ এবং উদয় চোপড়াকে। এই ছবিতে আমিরকে দ্বৈত ভূমিকায় দেখা যায়।
4/6
![চারদিন হয়েছে আমির অভিনীত ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে। প্রথম তিনদিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। শুধুমাত্র রবিবারই ছবিটি ৪২.৩৫ কোটি টাকা কামিয়েছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/26150703/dangal21.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চারদিন হয়েছে আমির অভিনীত ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে। প্রথম তিনদিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। শুধুমাত্র রবিবারই ছবিটি ৪২.৩৫ কোটি টাকা কামিয়েছে।
5/6
![আমির খান যাই করেন, সেরাটা উজাড় করে দেন। নিজের প্রত্যেক ছবিতে পারফেকশন দেখানো ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর মুক্তি পাওয়া সাম্প্রতিকতম ছবি ‘দঙ্গল’ দর্শকদের মন জয় করেছে। এই ফাঁকেই এক ঝলকে দেখে নেওয়া যাক আমির-অভিনীত সেইসব ছবি, যেগুলি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/26150700/amir4444444444.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আমির খান যাই করেন, সেরাটা উজাড় করে দেন। নিজের প্রত্যেক ছবিতে পারফেকশন দেখানো ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর মুক্তি পাওয়া সাম্প্রতিকতম ছবি ‘দঙ্গল’ দর্শকদের মন জয় করেছে। এই ফাঁকেই এক ঝলকে দেখে নেওয়া যাক আমির-অভিনীত সেইসব ছবি, যেগুলি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
6/6
![২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ব্লকবাস্টার ছবি ছিল। আমিরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন করীনা কপূর, শরমন জোশী, আর মাধবন এবং বোমান ইরানি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/26150658/3-IDIOTS-.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ব্লকবাস্টার ছবি ছিল। আমিরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন করীনা কপূর, শরমন জোশী, আর মাধবন এবং বোমান ইরানি।
Published at : 26 Dec 2016 03:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)