এক্সপ্লোর
‘ফিল্মফেয়ার’-এর শ্যুটে ঐশ্বর্য
1/6

নানা সূত্রে শোনা যাচ্ছিল, সম্প্রতি নাকি কিছুটা মনোমালিন্য হয়েছিল ঐশ্বর্য ও অভিষেকের মধ্যে। সর্বজিত্-এর প্রিমিয়ারে গম্ভীর মুখে দেখা গিয়েছিল বচ্চন-পুত্রকে। তবে সে খবর ভুল প্রমাণ করে গতকাল রাতে নাকি দুজনে লং ড্রাইভে বেরন। গাড়ির চালকের আসনে অভিষেক, পাশে ঐশ্বর্য। তারপর এই পথ যদি না শেষ হয়........ ছবি-সৌজন্যে ইনস্টাগ্রাম
2/6

তবে তাতে বিব্রত হননি তিনি।
Published at : 24 May 2016 09:14 PM (IST)
View More






















