নানা সূত্রে শোনা যাচ্ছিল, সম্প্রতি নাকি কিছুটা মনোমালিন্য হয়েছিল ঐশ্বর্য ও অভিষেকের মধ্যে। সর্বজিত্-এর প্রিমিয়ারে গম্ভীর মুখে দেখা গিয়েছিল বচ্চন-পুত্রকে। তবে সে খবর ভুল প্রমাণ করে গতকাল রাতে নাকি দুজনে লং ড্রাইভে বেরন। গাড়ির চালকের আসনে অভিষেক, পাশে ঐশ্বর্য। তারপর এই পথ যদি না শেষ হয়........ ছবি-সৌজন্যে ইনস্টাগ্রাম
2/6
তবে তাতে বিব্রত হননি তিনি।
3/6
বেগুনি লিপস্টিক। আচমকা কানের রেড কার্পেটে রাইসুন্দরীর ঠোঁটে সেদিন অদ্ভূত রঙের লিপস্টিক দেখে ট্যুইটারে ট্রোলিং শুরু হয়।
4/6
তবে কানে ঐশ্বর্যের রূপের ছটা দেখে মেতে উঠেছিলেন তাঁর ভক্তরা। কেন তাঁকে রেড কার্পেটের ক্যুইন বলা হয়, বোঝা গিয়েছিল সেদিন।
5/6
হালে ঐশ্বর্য শিরোনামে এসেছেন ওমুঙ্গ কুমারের সর্বজিত্ ছবিতে অভিনয়ের সূত্রে। ছবিটি ভাল ব্যবসাও করেছে।