প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আমপান দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে আমপান। দিঘার থেকে দূরত্ব ৯৪০ কিলোমিটার।
2/4
সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা। বুধবার দুপুর বা সন্ধেতে ল্যান্ডফলের পূর্বাভাস।
3/4
শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর জন্য মত্স্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গল-বুধে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
4/4
প্রভাব পড়তে পারে কলকাতা, দুই ২৪ পরগনায়, পূঃ মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও পড়তে পারে প্রভাব। কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে পড়ার আশঙ্কা।