মাধুরীর সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছিলেন অনিল। একটি ছবিতে মাধুরী একজন ভালমানুষ গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ভূমিকায় খুব অবলীলায়ই অভিনয় করেছিলেন মাধুরী। কিন্তু ‘হিফাজতে’ একজন অত্যন্ত আধুনিকার চরিত্রে মাধুরীকে দেখে তাজ্জব হয়ে যান অনিল। আপাতত ‘২৪’ সিজন ২-এর শ্যুট শেষপর্বে। কালার্স চ্যানেলে আগামী ২৩ জুলাই থেকে দেখা যাবে এই টিভি সিরিজ।
2/5
রুপোলি দুনিয়ার আরও এক অভিনেত্রী যিনি অনিল কপূরকে মুগ্ধ করেছেন তাঁর বহুমুখী প্রতিভা দিয়ে, তিনি হলেন মাধুরী দীক্ষিত।
3/5
অনিল কপূর জানিয়েছেন, এই টিভি সিরিজের নির্মাতারা তাঁকে এই সিরিজের প্রযোজক এবং মুখ্য অভিনেতা হিসেবে সাক্ষীকে নেওয়ার কথা প্রথমে জিজ্ঞেস করেছিলেন। তিনি নির্মাতাদের আর্জিতে হ্যাঁ করে দিলেও, ছোটপর্দায় সাক্ষীকে মূলত ভাল বউয়ের চরিত্রেই দেখেছিলেন অনিল। তাই কিছুটা হলেও সাক্ষীকে নিয়ে চিন্তিত ছিলেন অনিল। কিন্তু শ্যুটিং সেটে সাক্ষীর অভিনয় দেখে অনিল তাজ্জব হয়ে যান। এখানে অভিনেত্রী একজন সন্ত্রাসবিরোধী সংস্থার প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন। মার্কিন টিভি শো ‘২৪’ থেকে অনুপ্রাণিত এই টিভি সিরিজে সাক্ষীর অভিনয় এবং নয়া এই মেকওভার হতে চলেছে অন্যতম আকর্ষণের কেন্দ্র, দাবি অনিল কপূরের। অভিনেত্রীর বহুমুখী প্রতিভায় তিনি মুগ্ধ।
4/5
৫৯ বছরের নায়ক ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন টিভি সিরিজ ‘২৪’-এর দ্বিতীয় সিজনের হাত ধরে। এখানেই তাঁর সঙ্গে অভিনয় করেছেন ‘কহানি ঘর ঘর কি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ার।
5/5
অভিনেতা-প্রযোজক অনিল কপূর জানিয়েছেন, অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং সাক্ষী তনওয়ার, তাঁদের বহুমুখী প্রতিভার প্রদর্শন করে তাঁকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন।