ED Raid: চেন্নাইয়ে ডিজিটাল-অ্যারেস্টর একটি মামলায় কলকাতায় অভিযান চালাল ED। ABP Ananda Live
ABP Ananda Live: কখনও ED অফিসার সেজে। কখনও মুম্বই বা দিল্লি পুলিশের নাম করে। প্রথমে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের হুমকি! তারপর রফার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায়! গত কয়েকমাসে, কলকাতা-সহ দেশ থেকে, এরকম সাইবার জালিয়াতির একাধিক ঘটনা সামনে এসেছে। সাইবার-প্রতারকদের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন অনেকে। এবার, চেন্নাইয়ে ডিজিটাল-অ্যারেস্টর একটি মামলায় কলকাতায় অভিযান চালাল ED। রাজ্যের ৬টি জায়গায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চলে অভিযান। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রথমে সল্টলেকের PNB আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝা-র খোঁজে যায় ED-র টিম। ED সূত্রে দাবি, ব্যবসায়ীকে না পেয়ে, তাঁর ঘনিষ্ঠ একজনকে নিয়ে আধিকারিকরা হানা দেন বাগুইআটির রঘুনাথপুরে। সেখানে আরেক ব্যবসায়ী গোপাল ঝা-র ফ্ল্যাটেও তল্লাশি চালান ED অফিসাররা। ইডি সূত্রে দাবি, এই ব্যবসায়ীদের ভূমিকা এবং তাঁদের ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি।