এক্সপ্লোর
অক্ষয় কুমারকে ‘পাল্টা জবাব’ আর্শাদ ওয়ার্সির
1/6

এবার ‘আঁখে ২’ সিনেমায় অক্ষয় বাদ পড়লেন। নেওয়া হল আর্শাদকে। এই দুই অভিনেতা ইতিমধ্যে ‘জানি দুশমন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
2/6

ছবির সিকোয়েলে বাদ পড়ার পর হতাশা গোপন করেননি আর্শাদ। তিনি বলেছিলেন, নির্মাতাদের সিকোয়েলে বড় তারকার প্রয়োজন ছিল। তাই অক্ষয়কে নেওয়া হয়েছে। এর জবাবে অক্ষয় বলেছিলেন, ওই মন্তব্য সম্পর্কে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চান না। কারুর কোনও প্রশ্ন থাকলে প্রযোজকদের করা উচিত। একইসঙ্গে তিনি বলেছেন, ‘ওয়েলকাম’ সিনেমায় তিনি ছিলেন। কিন্তু ‘ওয়েলকাম ব্যাক’-এ ছিলেন না। এতে তাঁর খারাপ কিছু মনে হয়নি।
Published at : 19 Aug 2016 09:15 AM (IST)
View More






















