ভাগ্নে আহিলের সঙ্গে তোলা নতুন একটি ছবি টুইটারে শেয়ার করেছেন ‘মামুজান’ সলমন খান।
2/4
সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দেন সলমনের বোন অর্পিতা খান শর্মা। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে হাসপাতালে উপস্থিত ছিলেন সলমনের মা-বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
3/4
এর আগে ভাগ্নেকে নিয়ে প্রথম এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সলমন।
4/4
২০১৪-র নভেম্বরে আয়ুষ শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অর্পিতা।