দেশে পেট্রোলের দাম ক্রমেই উর্দ্ধমুখী। কিন্তু জানেন কী, বিশ্বে এমন কিছু দেশও আছে, যেখানে জলের থেকেও সস্তা পেট্রোল। ভারতীয় মুদ্রায় জলের বোতল কিনতে যা টাকা লাগে পেট্রোলের লিটার পিছু দাম তার থেকেও কম।
2/6
কাতারও এমনই একটি দেশ, যেখানে পেট্রোল অন্যান্য দেশের তুলনায় ভীষণই সস্তা। কাতারে এক লিটার পেট্রোলের দাম ২৪ টাকা। যেখানে হিমালয় কোম্পানির ৫০০ মিলি জলের দাম ২৫ টাকা।
3/6
আলজেরিয়াতেও পেট্রোল ভীষণই সস্তা। লিটার প্রতি ১৯ টাকা।
4/6
তুর্কমেনিস্তানে পেট্রোলের দাম ১৯ টাকা প্রতি লিটার।
5/6
সৌদি আরবে পেট্রোলের দাম ১৬ টাকা প্রতি লিটার।
6/6
কুয়েত। এখানে জলের দাম পেট্রোলের থেকেও বেশি। ভারতে এক লিটারের বিসলারির বোতলের দাম ২০ টাকা। সেখানে কুয়েতে ১ লিটার পেট্রোল ১৪ টাকা।