এখানে বলে রাখা প্রয়োজন, আগামীকাল ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে উপকূল রক্ষী বাহিনী। মহা ধূমধামের সঙ্গে এই দিবস উদযাপন করছে বাহিনী।
2/6
দুপুর আড়াইটে নাগাদ ওই অফিসারকে হলদিয়ায় আনা হয়। পরে তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। এই প্রসঙ্গে কোস্টগার্ডের আঞ্চলিক প্রধান (উত্তরপূর্ব) আইজি কে আর নটিয়াল বাহিনীর প্রশংসা করেন।
3/6
দেশের উপকূলরক্ষী বাহিনীর মোটো হল ‘ব্যয়ম রক্ষম’। সংস্কৃত ভাষায় লেখা এই কথার বাংলা অর্থ হল, আমরা রক্ষা করি। বহুবার তার পরিচয় দিয়েছে বাহিনী। যেমন দিল মঙ্গলবার।
4/6
পরিস্থিতি এমন জায়গায় যায় যে, অবিলম্বে তাঁকে হাসপাতালে ভর্তি করাটা প্রয়োজন হয়ে পড়ে। অথচ, নিষেধাজ্ঞা থাকায় জাহাজটিকে বন্দরে আনা সম্ভব হয়নি।
5/6
উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, এদিন সাগর দ্বীপের ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের ওপর ভাসমান বিদেশি বাণিজ্য জাহাজ আল হাদবার প্রধান অফিসার নিহাদ আব্দুলরিধা আলওয়ান আচমকা হৃদরোগে আক্রান্ত হন।
6/6
এই পরিস্থিতিতে ত্রাতা হিসেবে এগিয়ে আসে উপকূলরক্ষী বাহিনী। খবর পেয়েই সকাল সাড়ে ৮টা নাগাদ ফাস্ট ইন্টারসেপ্টর বোট নিয়ে জাহাজের উদ্দেশে রওনা দেয় বাহিনীর একটি মেডিক্যাল টিম।