অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! ব্রিটেনের একটা গোটা গ্রাম ২০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা) বিক্রির জন্য তৈরি।
2/10
পাঁচ বছর আগে গ্রামের মালকিনের মৃত্যুর পর পরিবারের বাকি সদস্যরা গ্রামটিকে বেচার উদ্যোগ নেয়।
3/10
তাহলে.....এই টাকায় যদি একটা গোটা গ্রাম কেনা যায়, তাহলে সেই টাকায় স্রেফ একটা বাড়ি কিনে কী লাভ?
4/10
খবরে প্রকাশ, গ্রামে একটি ২১ বেডরুম-বিশিষ্ট প্রাসাদ, ৪৩টি অন্যান্য ঘর এবং ২,১১৬ একর জমি রয়েছে।
5/10
6/10
গত ১৫০ বছর ধরে এই গ্রামের মালিকানা এক পরিবারের হাতে রয়েছে।
7/10
২০০ বা ৩০০ কোটি টাকায় এক-একটা প্রাসাদোপম বাড়ি বিক্রি হয় বলে শুনেছেন। কিন্তু, সেই টাকায় কখনও কোনও গ্রাম বিক্রি হচ্ছে শুনেছেন?
8/10
এছাড়া গ্রামে একটি চার্চ, একটি প্রাইমারি স্কুল এবং একটি খেলার মাঠও রয়েছে।
9/10
শুধু তাই নয়, গ্রামে একটি পাব ও একটি পেট্রোল পাম্পও রয়েছে।
10/10
জানা গিয়েছে, ব্রিটেনের উত্তর ইয়র্কশায়ারের মাল্টনের কাছে অবস্থিত এই ওয়েস্ট হেসলটার্ন নামে এই গ্রামটি প্রায় এক হাজার একরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই গ্রামের দর ২০ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে।