এক্সপ্লোর
ছোটবেলায় এমন দেখতে ছিলেন যোগী আদিত্যনাথ?
1/6

রবিবারই উত্তরপ্রদেশের ২১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন যোগী আদিত্যনাথ। তবে, রাজ্যের পূর্বপ্রান্ত যোগী আদিত্যনাথের বিপুল জনপ্রিয়তা রয়েছে। তাঁর ভাবমূর্তিকে অনেকেই কট্টর হিন্দুত্ববাদী বলে মনে করেন। তবে, এতে তাঁর জনপ্রিয়তায় কনও ভাটা পড়েনি। সেখানে তাঁকে ‘ফায়ারব্যান্ড’ নেতা হিসেবেই দেখা যায়।
2/6

গোরক্ষপুরের গোরক্ষনাথ মঠের মহন্ত হলেন আদিত্যনাথ। হিন্দু যুববাহিনী নামে তাঁর একটি সংগঠনও রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশে এই সংগঠনের প্রভাব যথেষ্টই শক্তিশালী। রাজ্যের পূর্বাঞ্চলে যোগী আদিত্যনাথের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
Published at : 19 Mar 2017 04:41 PM (IST)
Tags :
Yogi AdityanathView More






















