এবার তাঁর দিকেও দৃষ্টি পড়ে বাবা-র। তাঁকেও মাদক-মেশানো প্রসাদ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করেন বাবা, জানিয়েছেন তিনি। পুলিশ বাবা-র বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খোঁজ চলছে তাঁর।