এক্সপ্লোর
মোবাইল নম্বরের সঙ্গে এখনও আধার যোগ করেননি? : জেনে নিন, কীভাবে করবেন
1/8

এছাড়াও টেলিকম কোম্পানির স্টোরে গিয়েও রিভেরিফিকেশন করা যায়। এজন্য আধার নিয়ে যেতে হবে এবং স্টোরের এক্সিকিউটিভকে নম্বর বলতে হবে। এর পরে একটি ওটিপি আসবে যা এক্সিকিউটিভকে বলতে হবে এবং বায়োমেট্রিক থাম্ব ইম্প্রেশন দিতে হবে। এভাবে প্রক্রিয়া সম্পূর্ণ বলে গ্রাহক কনফার্মেশন নম্বর পাবেন।
2/8

এমনিতে এই প্রক্রিয়া অফলাইনেও করা যায়। আধার সেন্টারে একটি কারেকশন ফর্ম পূরণ করতে হবে। এর সঙ্গে আধার, প্যান কার্ড বা ভোটার আইডি-র একটি করে কপি দিতে হবে। এখানে গ্রাহকদের বায়োমেট্রিক ইমপ্রেশন নেওয়া হবে।
Published at : 13 Mar 2018 03:37 PM (IST)
View More






















