এক্সপ্লোর
উত্তরাখণ্ডের প্রত্যন্ত এই গ্রামের মানুষ প্রধানমন্ত্রীর নামও জানেন না
1/15

দেশে ‘অচ্ছে দিন’-এল কি না, সেটা নিয়ে কুটি গ্রামের লোক মাথা ঘামান না। তাঁরা প্রধানমন্ত্রীর নামই জানেন না। জানার কোনও প্রয়োজন মনে করেন না। কারণ, সরকারে যে দলই থাকুক না কেন, তাঁদের অবস্থার বদল হয় না। ছবি সৌজন্যে অভিষেক কুমার
2/15

কুটি গ্রামে যাতায়াতের রাস্তা অত্যন্ত দুর্গম। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। গ্রামে প্রাথমিক চিকিৎসাটুকুও করার ব্যবস্থা নেই। ফলে কেউ অসুস্থ হলে বা দুর্ঘটনার কবলে পড়লে হেঁটে বহু দূরে গিয়ে চিকিৎসা করাতে হয়। ছবি সৌজন্যে অভিষেক কুমার
Published at : 19 Jun 2016 12:57 PM (IST)
View More






















