এক্সপ্লোর
'ও দেশের প্রকৃত সন্তান...আমি গর্বিত', ছেলের মুখাগ্নি করে বললেন নিহত মেজর অনুজ সুদের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, ছবিতে দেখুন
1/9

ছেলের চিতায় আগুন দেন অনুজের বাবা চন্দ্রকান্ত। তিনি জানান, ছেলের বলিদানে তিনি গর্বিত। বলেন, আমার ছেলে দেশের প্রকৃত সন্তান। অনুজের স্মরণে এদিন এনডিএ-তে একটি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান রাখা হয়। সেখানে নিহত মেজরের ছবিতে সকলে মাল্যদান করেন।
2/9

কফিনে শায়িত স্বামীর নিথর দেহ। সারা শরীর ঢাকা তেরঙায়। ফাঁকা মুখটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন শোকসন্তপ্ত স্ত্রী। স্বামীকে শেষ দেখার যে বেদনা ও গভীর শোক, তা চোখের ভাষাতেই স্পষ্ট। জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় জঙ্গিদমন অভিযানে নিহত সেনা মজর অনুজ সুদের শেষকত্যের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে নিহতের স্ত্রী আকৃতিকে স্বামীর দেহ আঁকড়ে রয়েছেন। এই ছবি বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের আবেগঘন প্রতিক্রিয়া আসতে শুরু করে।
Published at : 06 May 2020 11:18 AM (IST)
View More






















