এরপর দূরত্ব এসে যায় তাঁদের মধ্যে। তবে ধড়ক দেখে শিখরের প্রতিক্রিয়ায় পরিষ্কার, এখন তাঁরা ভাল বন্ধু।
2/8
বছরদুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের এই ছবিটি।
3/8
শিখর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি।
4/8
দেখুন জাহ্নবীর প্রতি তাঁর অনুভূতি।
5/8
এরপর তিনি জানিয়েছেন, ছবিটি কেমন লেগেছে তাঁর।
6/8
জাহ্নবীর প্রাক্তন বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়াও ছবিটি দেখেছেন যশরাজ স্টুডিওর বিশেষ স্ক্রিনিংয়ে।
7/8
ধড়ক মুক্তি পাওয়ার পর কপূর পরিবার সহ গোটা বলিউড তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।
8/8
প্রথম ছবি ধড়ক মুক্তি পাওয়ার পর জাহ্নবী কপূর যেভাবে সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন, প্রতিষ্ঠিত তারকাদের ক্ষেত্রেও তা হয় না। তিনিও জানেন, এর কারণ তাঁর মা, বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের তকমা পাওয়া শ্রীদেবী।