যাঁরা বুক করেছেন তাঁরা তাঁদের জিওফোনের স্ট্যাটাস MyJio-র সাহায্যে দেখে নিতে পারেন। কবে নাগাদ ফোনটি হাতে পেতে পারেন, তা ওই অ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন।
2/8
৬০ লক্ষ গ্রাহক প্রি-বুকিং করেছেন। এই প্রি-বুকিংয়ের সুযোগ মাত্র দেড় দিনের মতো রেখেছিল। এরপর আগাম অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়।
3/8
উল্লেখযোগ্য, এই ফোনের কার্যকর মূল্য শূন্য। তিন বছর পর কোনও গ্রাহক কোম্পানির কাছ থেকে ১,৫০০ টাকা ফেরত পেতে পারবেন।
4/8
২৪ আগস্ট জিওফোনের প্রিবুকিং শুরু হয়েছিল। প্রি-বুকিংয়ের সময় গ্রাহকদের ৫০০ টাকা করে দিতে হয়েছিল। ডেলিভারির সময় গ্রাহকদের ১০০০ টাকা দিতে হবে।
5/8
@LYF_In ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে কোম্পানি সাফ জানিয়েছে, জিওফোনের ডেলিভারি পর্যায়ক্রমিকভাবে শুরু হয়েছে। যে গ্রাহকই এর প্রি-বুকিং করেছেন, দীপাবলীর আগেই তিনি ফোন হাতে পেয়ে যাবেন।
6/8
কোম্পানি সূত্রে খবর, শহরের তুলনায় গ্রামীণ ও মফস্বল এলাকায় প্রথমে পাঠানো হবে জিও ফোন।
7/8
জিও-র ঘনিষ্ঠ সূত্রের খবর, জিওফোন কোম্পানি নিজেদের রিটেলারদের কাছে পাঠাচ্ছে, যাতে ক্রেতারা তা পেতে পারেন। আগামী ১৫ দিনের মধ্যে ৬০ লক্ষ জিও ফোন পাঠানোর লক্ষ্য ধার্য করা হয়েছে।
8/8
রিলায়েন্স জিও জিওফোনের ডেলিভারি গতকাল রবিবার থেকে শুরু করেছে। আগস্টে জিওফোনের জন্য যাঁরা প্রি-বুকিং করেছেন তাঁদের কাছে ওই ফোন পৌঁছে দেওয়া হচ্ছে।