লে ২-র দাম ১৩ হাজার ২০০। সঙ্গে আছে ৫.৫ ইঞ্চি বেজেল ছাড়া এইচডি ডিসপ্লে। ফোনটির আছে ১৬ এমপি রিয়ার ক্যামেরা, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা, এবং ৩২ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।
2/6
লে ম্যাক্স ২-র আছে ৬৪ বিট কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ৫.৭ ইঞ্চি কিউএইচজেড বেজেল-লেস ডিসপ্লে, সঙ্গে ৬ জিবি র্যাম এছাড়া আছে ২১ এমপি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা, ৩১০০এমএএইচ ব্যাটারি এবং এলটিই কানেক্ট করার ক্ষমতা
3/6
লে ২, লে ২ প্রো এবং লে ম্যাক্স ২ অ্যানড্রোয়েড ৬.০ মার্সম্যালোর সাহায্যে চলে। লে ম্যাক্স ২-র তিন ধরনের স্টোরেজ ক্ষমতা আছে। ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ধারণ ক্ষমতা
4/6
তার বদলে এই স্মার্টফোনগুলিতে ইউএসবি-র মতো সি পোর্ট দেওয়া হয়েছে, অডিও কানেক্টর হিসেবে ব্যবহার করার জন্যে।
5/6
এই ফোনগুলির বিশেষত্ব এগুলো হল বিশ্বের প্রথম স্মার্টফোন যার ৩.৫ এমএম অডিও জ্যাক নেই
6/6
লেইকো গত মাসেই ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের সংস্থার লে ২, লে ২ প্রো, লে ম্যাক্স ২ নামের তিনটি স্মার্টফোন ফোন।