এক্সপ্লোর
রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে ভারত ও বাংলাদেশে, আশঙ্কা বিজ্ঞানীদের
1/9

নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির সিসমোলজিস্ট জেমস নি বলেছেন, আগামী ২০১৭-র মধ্যে মায়ানমার বরাবর তাঁরা ৭০ টি সিস্মোমিটার বসাতে পারবেন বলে আশা করছেন। এরফলে ভূস্তরের টেকটোনিক প্লেটের এই টানাপোড়েন সম্পর্কে আরও স্পষ্ট চিত্র তাঁরা পাবেন। জেমস নি বলেছেন, গবেষকদের পর্যবেক্ষণ যদি সঠিক হয়, তাহলে যে ভূমিকম্প হতে পারে তা পূর্ব ভারতের শহরাঞ্চলকে ধ্বংস করে দিতে পারে। আর এর প্রভাব মায়ানমার ছাড়িয়ে অন্যত্রও পড়তে পারে।
2/9

তবে এই শক্তি নির্গমন কবে ঘটতে পারে তা নির্দিষ্ট করে জানাননি বিজ্ঞানীরা। স্টেকলার বলেছেন, ওই ঘটনা আসন্ন বা আগামী ৫০০ বছর পরে ঘটবে-এমন কোনও পূর্বাভাস তাঁরা করছেন না। কিন্তু টানাপোড়েনের ফলে বিপত্তির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে।
Published at : 12 Jul 2016 06:49 PM (IST)
View More






















