Mamata Banerjee: 'অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ..সীমান্ত দিয়ে খুন করতে আসছে', BSFকে নিশানা মমতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ'। কোন কোন জায়গায় বিএসএফ লোক ঢুকিয়েছে''সেটা খতিয়ে দেখুন ডিজি' ।'এলাকাটা নিয়ন্ত্রণ করে বিএসএফ' । 'তৃণমূল বা পুলিশ সীমান্ত পাহারা দেয় না' । ওটা বিএসএফের কাজ' । আমি চাই ওপারে, এপারে দু'পারেও শান্তি থাক' । এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে' সীমান্ত দিয়ে খুন করতে আসছে' এটা বিএসএফের ভিতরের কাজ' 'এর সঙ্গে কেন্দ্রের একটা অংশের যোগ আছে', অনুপ্রবেশ নিয়ে BSF এবং কেন্দ্রকে আক্রমণ মমতার
আরও খবর...
আন্তঃরাজ্য জাল নোট চক্রের পর্দাফাঁস। রাজ্য পুলিশের এসটিএফের হাতে ধৃত ১, উদ্ধার ৯২ হাজার টাকার জাল নোট। ধৃতের নাম শেখ মুন্না, বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। হাওড়া স্টেশন থেকে শেখ মুন্নাকে গ্রেফতার করল এসটিএফ।
চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গাইঘাটায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিনজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃত রুনা খাতুন ও হাসিনা বেগম বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃতরা ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ধৃতরা কাজ করছিলেন মুম্বইয়ে, চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য এসেছিল গাইঘাটার কাহনকিয়ায়। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ।