এক্সপ্লোর
ম্যাকক্লাস্কিগঞ্জ- এই বসন্তে ছোট্ট ছুটির সেরা ঠিকানা
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105257/WhatsApp-Image-2019-03-26-at-10.51.34.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
1/10
![পালামৌ দুর্গ। রাজা মেদিনীরায় এই জঙ্গলে যখন শিকার করতে আসতেন এই দুর্গ হত তাঁর ঠিকানা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26110559/Palamu-Fort.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পালামৌ দুর্গ। রাজা মেদিনীরায় এই জঙ্গলে যখন শিকার করতে আসতেন এই দুর্গ হত তাঁর ঠিকানা।
2/10
![সঞ্জীব চট্টোপাধ্যায় বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন পালামৌর জঙ্গলকে। আর সেই জঙ্গলের মধ্যেই বাঙালি খুঁজে পেয়েছে ব্যস্ত রুটিনের ফাঁকে অল্প বিশ্রামের ঠিকানা- ম্যাকক্লাস্কিগঞ্জ। চলুন, শুকনো শাল পাতা মাড়িয়ে, অজানা পাখির ডাক শুনতে শুনতে ঘুরে দেখি এই ছোট্ট আশ্চর্য শহরকে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105502/WhatsApp-Image-2019-03-26-at-10.51.34.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সঞ্জীব চট্টোপাধ্যায় বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন পালামৌর জঙ্গলকে। আর সেই জঙ্গলের মধ্যেই বাঙালি খুঁজে পেয়েছে ব্যস্ত রুটিনের ফাঁকে অল্প বিশ্রামের ঠিকানা- ম্যাকক্লাস্কিগঞ্জ। চলুন, শুকনো শাল পাতা মাড়িয়ে, অজানা পাখির ডাক শুনতে শুনতে ঘুরে দেখি এই ছোট্ট আশ্চর্য শহরকে।
3/10
![রয়েছে ময়ূর, বনমুরগি আর হরিণের ঝাঁক। এলিফ্যান্ট সাফারি এখানে হয় না, শুধু জিপ সাফারি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105434/Deer-at-Belta-National-Park.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রয়েছে ময়ূর, বনমুরগি আর হরিণের ঝাঁক। এলিফ্যান্ট সাফারি এখানে হয় না, শুধু জিপ সাফারি।
4/10
![রাঁচি থেকে তিন ঘণ্টার রাস্তা ম্যাকক্লাস্কিগঞ্জ। যাওয়া যায় গাড়িতে। জঙ্গলের মধ্যে পিচঢালা ছবির মত পথ ধরে পৌঁছে যেতে হয় টিলা, জঙ্গল আর নদীতে ভরা এই শহর। সর্বধর্ম সমন্বয়ের এই উপাসনাস্থলের ছবি বিখ্যাত হলেও অবশ্য বেশি পুরনো নয়। এটি উদ্বোধন করেন এক কেন্দ্রীয় মন্ত্রী।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105427/all-religion-place-McCluskiegunj.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাঁচি থেকে তিন ঘণ্টার রাস্তা ম্যাকক্লাস্কিগঞ্জ। যাওয়া যায় গাড়িতে। জঙ্গলের মধ্যে পিচঢালা ছবির মত পথ ধরে পৌঁছে যেতে হয় টিলা, জঙ্গল আর নদীতে ভরা এই শহর। সর্বধর্ম সমন্বয়ের এই উপাসনাস্থলের ছবি বিখ্যাত হলেও অবশ্য বেশি পুরনো নয়। এটি উদ্বোধন করেন এক কেন্দ্রীয় মন্ত্রী।
5/10
![এক রাত্তির ম্যাকক্লাস্কিগঞ্জে থেকে এবার চলুন বেতলা। বিভূতিভূষণের আরণ্যকের পটভূমি। বলা যায় না, দেখা হয়ে যেতে পারে ভানুমতী বা যুগলপ্রসাদের সঙ্গে। এখানেই রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক। কপাল ভাল থাকলে দেখা মিলবে বাইসন, চিতাবাঘের।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105419/Elephant-at-Belta-National-Park.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এক রাত্তির ম্যাকক্লাস্কিগঞ্জে থেকে এবার চলুন বেতলা। বিভূতিভূষণের আরণ্যকের পটভূমি। বলা যায় না, দেখা হয়ে যেতে পারে ভানুমতী বা যুগলপ্রসাদের সঙ্গে। এখানেই রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক। কপাল ভাল থাকলে দেখা মিলবে বাইসন, চিতাবাঘের।
6/10
![ঘন শালবন। পাওয়া যায় মিষ্টি ব্ল্যাকবেরি আর কুল। ম ম করে কারিপাতার গন্ধ। তবে সাবধান, শীত কাটলেই পাতার ফাঁকে উঁকি মারে বিষাক্ত সব সাপ।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105413/Forest-in-McCluskiegunj.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘন শালবন। পাওয়া যায় মিষ্টি ব্ল্যাকবেরি আর কুল। ম ম করে কারিপাতার গন্ধ। তবে সাবধান, শীত কাটলেই পাতার ফাঁকে উঁকি মারে বিষাক্ত সব সাপ।
7/10
![ম্যাকক্লাস্কিগঞ্জ আগে ছিল মূলত অ্যাংলো ইন্ডিয়ানদের এলাকা। তৈরি করেছিলেন ম্যাকক্লাস্কি সাহেব। তারপর চলে আসেন পশ্চিমপ্রেমী বাঙালিরা। এখনও ইতিউতি ছড়িয়ে আছে বহু বাঙালির বাংলো। তবে বেচেও দিচ্ছেন অনেকে। ১৫ ইঞ্চির দেওয়াল, লাল টালির ছাদের এমনই এক বাংলোয় হয়েছে কঙ্কনা সেনশর্মার ডেথ ইন আ গঞ্জ ছবির শ্যুটিং।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105407/A-death-in-the-Gunj.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ম্যাকক্লাস্কিগঞ্জ আগে ছিল মূলত অ্যাংলো ইন্ডিয়ানদের এলাকা। তৈরি করেছিলেন ম্যাকক্লাস্কি সাহেব। তারপর চলে আসেন পশ্চিমপ্রেমী বাঙালিরা। এখনও ইতিউতি ছড়িয়ে আছে বহু বাঙালির বাংলো। তবে বেচেও দিচ্ছেন অনেকে। ১৫ ইঞ্চির দেওয়াল, লাল টালির ছাদের এমনই এক বাংলোয় হয়েছে কঙ্কনা সেনশর্মার ডেথ ইন আ গঞ্জ ছবির শ্যুটিং।
8/10
![হুড্রু। শীত, বসন্তে শীর্ণ ঝর্ণা বর্ষায় ভয়ঙ্কর সুন্দর। ওপর দিয়ে উঠে দেখতে গেলে টপকাতে হয় সাড়ে সাতশ সিঁড়ি। অগত্যা নীচ দিয়ে যাওয়াই ভরসা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105400/Hudru-Fall-in-Ranchi.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হুড্রু। শীত, বসন্তে শীর্ণ ঝর্ণা বর্ষায় ভয়ঙ্কর সুন্দর। ওপর দিয়ে উঠে দেখতে গেলে টপকাতে হয় সাড়ে সাতশ সিঁড়ি। অগত্যা নীচ দিয়ে যাওয়াই ভরসা।
9/10
![বাঁকে বাঁকে নাম বদলানো এই নদীকে কেউ ডাকে কুঁয়ারপত্রা আবার কেউ পত্রাচাট্টি। পাহাড়ি নদী এখনও জানে না দূষণ কাকে বলে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105354/Kunwar-patra-River.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাঁকে বাঁকে নাম বদলানো এই নদীকে কেউ ডাকে কুঁয়ারপত্রা আবার কেউ পত্রাচাট্টি। পাহাড়ি নদী এখনও জানে না দূষণ কাকে বলে।
10/10
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/26105348/Peacock-at-Belta-National-Park.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Published at : 26 Mar 2019 11:08 AM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)