বর্তমানে মুসলিম লিগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তিনি।
4/16
এবছরই দুনিয়াজুড়ে আলোড়ন ফেলে দেওয়া পানামা পেপার কাণ্ডে নাম জড়ায় মারিয়াম ও তাঁর ভাই হাসান নওয়াজ শরিফ এবং হুসেন নওয়াজ শরিফের। অভিযোগ ওঠে কর ফাঁকি দিয়ে বিদেশি সংস্থায় টাকা রেখেছে তাঁরা।
5/16
6/16
২০১১ সাল থেকে রাজনীতিতে পুরোমাত্রায় যোগ দেন মারিয়াম।
7/16
১৯৯৭ থেকে শরিফ ট্রাস্ট-এর চেয়ারপার্সন মারিয়াম।
8/16
মারিয়াম স্নাতক স্তরে পড়াশোনা করেছেন কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুলে। এরপর পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংকেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
9/16
তাঁর বয়স এখন ৪২।
10/16
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পত্নী মিশেলের সঙ্গে মারিয়াম
11/16
রাজনৈতিকভাবেও বাবারই পথে হাঁটলেন মারিয়াম। নওয়াজের গলায় শোনা গিয়েছিল বুরহানের প্রশংসা। মেয়েও তার ব্যতিক্রম নন।
12/16
এরপর পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংকেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
13/16
তাঁর মায়ের নাম কালসুম নওয়াজ।
14/16
মারিয়ামের সঙ্গে রাজনীতিবিদ ক্যাপ্টেন সফদারের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। পরে বিয়ে করেন তাঁরা।
15/16
হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানি, যার মৃত্যুতে উত্তপ্ত কাশ্মীর, তাকে ‘শহিদ’ বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার একই সুর শোনা গেল তাঁর মেয়ে মারিয়াম নওয়াজ শরিফের গলায়। টুইটারে তিনিও বুরহানকে ‘শহিদ’ বলে উল্লেখ করলেন।