তিনি মনে করেন, সাত সন্তানকে মানুষ করা, এবং সংসার সামলেও ফিট থাকা যায়, যদি কারও ইচ্ছে থাকে।
5/9
এছাড়া সকালে তাড়াতাড়ি ওঠেন কার্ডিও করার জন্যে।
6/9
তবে সাত সন্তানের জন্ম দিয়েও এতটা ফিট কীভাবে রইলেন জেসিকা, সেপ্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, সপ্তাহে তিনবার তিনি জিমে যান।
7/9
১৯৯৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম মা হন জেসিকা। তারপর ১৯৯৬ সালে ২১ বছর বয়সে ফের মা হন জেসিকা। তারপর পাঁচবার মা হয়েছেন। চারটে সন্তান রয়েছে প্রথম বিয়ে থেকে, তিনটি দ্বিতীয় বিয়ে থেকে
8/9
সেই ছবি দেখে সকলে জেসিকাকে তাঁর মেয়ের যমজ বোন ভেবে ভুল করেন। অনেকে আবার প্রশ্ন করেন, এখানে মা কে?
9/9
সাত সন্তানের মা, ৪৩ বছরের জেসিকা এনস্লো, ২৩ বছরের বড় মেয়ের সঙ্গে ইন্সটাগ্রাম একটি ছবি পোস্ট করেছিলেন।