এ বছর নভেম্বরেই বিধু বিনোদ চোপড়ার একটি ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করবেন সঞ্জয়।
2/4
সঞ্জয় বলেন, তিনি নিজেও ‘মুন্নাভাই ৩’-এর অপেক্ষায়।
3/4
কিন্তু ২ বছরের অপেক্ষাও অনুরাগীদের কাছে অনেকটা সময়। সঞ্জয়কে প্রশ্ন করা হয়, ‘মুন্নাভাই ৩’ আসতে এখনও এত দেরিতে কেন? উত্তরে তিনি বলেন, এই প্রশ্ন রাজু হিরানি আর বিনোদ স্যারকে করা উচিত।
4/4
অপেক্ষা দু’বছরের। ২০১৮-তেই আসছে ‘মুন্নাভাই ৩’। নিজের ৫৭ তম জন্মদিনে সঞ্জয় দত্ত স্বয়ং জানিয়েছেন এ কথা। কবে আসছে ‘মুন্নাভাই’-এর পরবর্তী পার্ট-এই প্রশ্ন করা হলে জবাবে সঞ্জয় জানান, ২০১৮-তেই রূপোলি পর্দায় আসবে ‘মুন্নাভাই ৩’।