এক্সপ্লোর
স্করপিন শ্রেণির কলবারী সাবমেরিনে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা নৌসেনার
1/5

নৌসেনার তরফে জানানো হয়, প্রোজেক্ট ৭৫-এর আওতায় স্করপিন শ্রেণির মোট ৬টি ডুবোজাহাজ তৈরি হবে। আইএনএস কলবারী হল প্রথম সাবমেরিন। দ্বিতীয় সাবমেরিন হল আইএনএস খাণ্ডেরি। যা আগামী ডিসেম্বরে অন্তর্ভুক্ত করা হবে।
2/5

জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত সাফল্যের সঙ্গে লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এর ফলে, ভারতীয় সমুদ্রতলের যুদ্ধে নৌসেনার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে বলে ধারনা বিশেষজ্ঞদের।
Published at : 02 Mar 2017 10:05 PM (IST)
Tags :
Indian NavyView More






















