নৌসেনার তরফে জানানো হয়, প্রোজেক্ট ৭৫-এর আওতায় স্করপিন শ্রেণির মোট ৬টি ডুবোজাহাজ তৈরি হবে। আইএনএস কলবারী হল প্রথম সাবমেরিন। দ্বিতীয় সাবমেরিন হল আইএনএস খাণ্ডেরি। যা আগামী ডিসেম্বরে অন্তর্ভুক্ত করা হবে।
2/5
জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত সাফল্যের সঙ্গে লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এর ফলে, ভারতীয় সমুদ্রতলের যুদ্ধে নৌসেনার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে বলে ধারনা বিশেষজ্ঞদের।
3/5
এদিন আরবসাগরে এই পরীক্ষা হয়। জানা গিয়েছে, এদিন অত্যাধুনিক অ্যান্টি শিপ মিসাইল বা জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। আধুনিক যুদ্ধের উপযোগী বিভিন্ন ধরনের অস্ত্র নিক্ষেপে সক্ষম এই সাবমেরিন।
4/5
ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বইয়ের মাঝগাঁও ডকে এই অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরি হয়েছে। এই জাহাজের বিশেষত্ব হল, এটি অত্যন্ত গোপনে কাজ করে। অর্থাৎ, শত্রুর রেডারে অলক্ষ্যে তা গমন বা উত্তরণ করতে সক্ষম।