এক্সপ্লোর
রাহুল গাঁধীর সঙ্গে এক বাসে সওয়ারি বিভিন্ন বিজেপি-বিরোধী দলের নেতৃবৃন্দ
1/5

উল্লেখ্য, গতকালই লোকসভা ভোটে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গাঁধীর নাম প্রস্তাব করেছিলেন ডিএমকে নেতা স্ট্যালিন। চেন্নাইতে প্রয়াত ডিএমকে নেতা এম করুণানিধির মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে স্ট্যালিন বলেন,‘২০১৮ তে কলাইনারের পুত্র হিসেবে আমি রাহুল গাঁধীর নাম প্রস্তাব করছি। আমরা দিল্লিতে নতুন প্রধানমন্ত্রী আনব। গড়ব নতুন ভারত।’ ডিএমকে-র সদর দফতরে মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানেও ছিলেন একঝাঁক বিরোধী নেতা। ছিলেন চন্দ্রবাবু নাইডু, কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
2/5

কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং মায়াবতী।তবে মমতা নিজস্ব প্রতিনিধি পাঠিয়েছিলেন।
Published at : 17 Dec 2018 07:55 PM (IST)
View More






















