এক্সপ্লোর
ছবিতে দেখুন: শো চলাকালীন মৃত্যু রেডিও মিরচির আরজে-র

1/6

শো চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রেডিও মিরচি নাগপুরের রেডিও জকি শুভম কেচের।
2/6

লাইভ শো চলাকালীন হঠাতই বুকে ব্যথা অনুভব করেন বছর ২৩-এর শুভম। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
3/6

সকাল ৭-১১ টা পর্যন্ত ‘হাই নাগপুর’ নামে একটি শো উপস্থাপনা করতেন তিনি। সাড়ে ৯ টা নাগাদ তিনি জানান অসহ্য বুকে ব্যথার কথা। এরপরই অফিসের এক কর্মী তাঁকে হাসপাতালে নিয়ে যান।
4/6

পুলিশ জানিয়েছে, পোস্ট মর্টেমের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হৃদরোগেই মৃত্যু হয়েছে শুভমের।
5/6

হাসপাতালের ডিরেক্টর ড. সঞ্জয় কৃপালনি জানিয়েছেন, হাসপাতালে পৌঁছনোর ১০-১৫ মিনিট আগেই তাঁর মৃত্যু হয়।
6/6

শুভমের পরিবারে রয়েছেন তাঁর মা ও বোন। বছর তিনেক আগে মৃত্যু হয়েছে তাঁর বাবার। শুভমই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে।
Published at : 21 Oct 2016 06:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
বিনোদনের
বিনোদনের
Advertisement
