এক্সপ্লোর
বিদেশে অধিনায়ক হিসেবে ব্যাটিং গড়ে কোহলির আগে একমাত্র ব্র্যাডম্যান

1/17

২০১৫ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত টেস্টে টানা পাঁচ বার টস জিতেছেন কোহলি। টানা ৬ বার টস জয়ের রেকর্ড রয়েছে নরি কন্ট্রাকটর, আজহারউদ্দিন ও ধোনির।
2/17

ভারতীয় অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড় এবং কপিল দেব এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্টে শতরান করেছিলেন। এদেশে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে শতরানকারী হলেন কোহলি।
3/17

তৃতীয় উইকেট জুটিতে পাঁচ ইনিংসে কোহলি-ধবন ৫৫৪ রান করেছেন। গড় ১১০.৮০। গড়ের হিসেবে তাঁদের আগে আছেন ওয়ালি হ্যামন্ড-এডি পেন্টার (১৩৭) এবং সচিন তেন্ডুলকর-বিনোদ কাম্বলি (১৪৫.২৫)।
4/17

অ্যান্টিগার নর্থ সাউন্ড মাঠে যে কোনও দলের অধিনায়ক হিসেবে কোহলির অপরাজিত ১৪৩ রানই সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রামনরেশ সারওয়ান ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাঠে ১২৮ রান করেছিলেন। আর কোনও অধিনায়কের এই মাঠে শতরান নেই।
5/17

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে এর আগে দ্রাবিড়ের ৪৯ রানই সর্বোচ্চ ছিল। সেই রানও টপকে গিয়েছেন কোহলি।
6/17

সুনীল গাওস্কর ও মহেন্দ্র সিংহ ধোনি টেস্ট অধিনায়ক হিসেবে ১৪ ইনিংসে এক হাজার রান করেছিলেন।
7/17

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট ইনিংসে ধবনের চেয়ে বেশি রান রয়েছে পলি উমরিগড় (১৩০), ব্রিজেশ পটেল (অপরাজিত ১১৫), সঞ্জয় মঞ্জরেকর (১০৮) এবং অজয় জাদেজার (৯৬)।
8/17

ক্যারিবিয়ান সফরে টেস্টের প্রথম দিনে ভারতের সর্বোচ্চ রান ছিল ২০১১ সালে কিংস্টনে ২৪৬। বৃহস্পতিবার সেই রান টপকে গিয়েছেন কোহলিরা।
9/17

বিদেশের মাটিতে প্রথম ইনিংসে এটাই কোহলির সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টে তিনি ১১৯ করেছিলেন।
10/17

বৃহস্পতিবার অ্যান্টিগায় শতরান করেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। বিদেশি অধিনায়ক হিসেবে ক্যারিবিয়ান সফরে শতরান করেছেন মাত্র আট জন। ২০০৭-০৮ মরশুমে শেষবার শতরান করেছিলেন রিকি পন্টিং।
11/17

রেকর্ড ভাঙা এবং নতুন রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিদেশে এখনও পর্যন্ত সাতটি টেস্টে ১২ ইনিংসে পাঁচটি শতরান এবং একটি অর্ধশতরান সহ তাঁর মোট রান ৮৩৯। গড় ৭৬.২৭। তাঁর চেয়ে বেশি গড় একমাত্র ডন ব্র্যাডম্যানের। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি বিদেশে অধিনায়ক হিসেবে ৯টি টেস্টে ১৫ ইনিংসে পাঁচটি শতরান এবং দুটি অর্ধশতরান সহ ৯৪২ রান করেছিলেন। গড় ৮৫.৬৩।
12/17

১৯তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজারের বেশি রান এবং অধিনায়ক হিসেবে এক হাজারের বেশি রান করার রেকর্ড গড়ে ফেলেছেন কোহলি। টেস্ট অধিনায়ক হিসেবে ১৮ ইনিংসে ৬১.১১ গড়ে তাঁর মোট রান ১,০৩৯।
13/17

কোহলি-ধবনের ১০৫ রানই নর্থ সাউন্ডে তৃতীয় উইকেটে প্রথম শতরানের পার্টনারশিপ। ২০১২ সালে নিউজিল্যান্ডের রস টেলর ও মার্টিন গাপটিল ৯০ করেছিলেন।
14/17

১৯৬২ সালে পোর্ট অফ স্পেনে ১০৪ করেছিলেন সেলিম দুরানি। ভারতীয় বাঁ হাতি ব্যাটসম্যানদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেটাই সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ধবনের।
15/17

কোহলির পাশাপাশি শিখর ধবনও একটি রেকর্ড গড়েছেন। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম টেস্ট ইনিংসেই অর্ধশতরান করেছেন। এর আগে মাধব আপ্তে, গাওস্কর, ভিভিএস লক্ষ্মণ এবং অজয় জাদেজার এই রেকর্ড ছিল।
16/17

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে এটাই ধবনের সর্বোচ্চ স্কোর।
17/17

কোহলির আগে মহম্মদ আজহারউদ্দিন একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্টে পাঁচটি শতরান করেছিলেন। সেই রেকর্ড স্পর্শ করলেন কোহলি।
Published at : 22 Jul 2016 06:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
