পুলিশ তাঁর বয়ান রেকর্ড করেছে। জ্ঞান ফিরলে ছেলেটিকে সনাক্ত করার জন্য তাঁর সাহায্য চাওয়া হবে।
2/7
বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন সানা। তাঁর স্বামী তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
3/7
পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে উত্তর নিজামাবাদের পেশোয়ারি আইসক্রিম পার্লারে গিয়েছিলেন সানা। তখন ১৫ বছরের একটি ছেলে তাঁর সঙ্গে সেলফি তোলার পর আইসক্রিম অফার করে তাঁকে।
4/7
তাঁকে জিয়াউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাঁর অবস্থা স্থিতিশীল।
5/7
সে নাকি সানার সঙ্গে সেলফি তুলতে চায়, চায় অটোগ্রাফও। তারপর তাঁকে একটি আইসক্রিম খেতে দেয়। সেটা খেয়ে সানা আপাতত হাসপাতালে ভর্তি।
6/7
ওই চ্যানেলে ‘খুফিয়া’ নামে একটি অনুষ্ঠান পরিবেশন করেন সানা। রবিবার করাচিতে অল্পবয়সি একটি ছেলে এসে বলে, সে তাঁর অ্যাঙ্কারিংয়ের ভক্ত।
7/7
পাকিস্তানের নিউজ চ্যানেল ‘অব তক’-এর পরিবেশক সানা ফয়জলকে এক ‘ভক্ত’ বিষ খাইয়েছে বলে অভিযোগ।