আগামী বছরের ভ্যালেন্টাইন ডে-তে এই সিনেমা মুক্তি পাবে।
3/8
এখন দুজনকে কোথাও না কোথাও একসঙ্গে দেখা যায়।
4/8
সিনেমার শ্যুটিং সম্পূর্ণ হয়েছে। ৬৬ দিনে শেষ হয়েছে চিত্রগ্রহণের কাজ।
5/8
উল্লেখ্য, সারা ও কার্তিককে লভ আজকাল ২ সিনেমায় দেখা যাবে।
6/8
গাড়িতে সারাকে দেখা গেল হাসি মুখে। এর আগে সারাকে রিসিভ করতে কার্তিক বিমানবন্দরে এসেছিলেন।
7/8
তবে তাঁরা সিনেমার জন্য এমনটা করছেন না রিয়েল লাইফেও এমনটাই-এর উত্তর সারা ও কার্তিকই দিতে পারবেন। তবে তাঁদের জুটিতে অনুরাগীদের বেশ পছন্দের তা আর বলার অপেক্ষা রাখে না।
8/8
ইদানিং টিনসেল টাউনে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের অ্যাফেয়ার নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছে। এই দুই তারকাকে একে অপরের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার মুম্বইতেও তাঁদের একসঙ্গে দেখা গেল। এই ছবি কিন্তু জল্পনায় ঘৃতাহুতি দিতে পারে। কারণ, আরিয়ানকে রিসিভ করতে মুম্বই এয়ারপোর্টে পৌঁছে গেলেন সারা।