রাম কপূর লিখেছেন, সুখী হতে গেলে ধনী হওয়া জরুরি নয়, এটিই তার প্রমাণ।
3/7
সুনীল শেট্টি লিখেছেন, এই ছবি থেকে পরিষ্কার, সুখ স্রেফ একটি মানসিক অবস্থা।
4/7
ছবিটি শেয়ার করেছেন সানি দেওলও।
5/7
শেয়ার করেছেন পাক তারকা আলি জাফরও। লিখেছেন, এটি তাঁর প্রিয়তম সেলফি। খুশি জিনিসটা কারও কারও ভেতর থেকে আসে, মূল্যবান বস্তুর সঙ্গে নয়।
6/7
ওদের মোবাইল ফোন তো নেই। কিন্তু তাতে কি সেলফি নেওয়া আটকে থাকে নাকি! আর আটকে থাকে না হাসিমুখে পোজ দেওয়াও। আমাদেরই দেশের কোনও এক কোণে এভাবেই আনন্দে ভরা মুখে ‘সেলফি’ তুলেছে একদল ছেলেমেয়ে। আর মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
7/7
আসলে তো সেলফি নয়, শুধু কল্পনার সেলফি। কিন্তু খুশিটা এক্কেবারে আসল। অদ্ভূত সারল্যে ভরা ছবিটি শেয়ার হয়েছে ফটো অফ দ্য ডে, বেস্ট সেলফি, হ্যাপিনেস-এর মত হ্যাশট্যাগ দিয়ে। বলিউড তারকারাও উচ্ছ্বসিত এমন সেলফিতে। অনুপম খের শেয়ার করেছেন এই ছবি।