পুণেতে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসের সময় বল করতে এসে প্রথম স্পেলে উইকেট পাননি ও’কিফ। সেই সময় তাঁকে পরামর্শ দেন শ্রীধরণ। এরপরেই বিধ্বংসী হয়ে ওঠেন ও’কিফ
2/8
২০১৫ সাল থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত শ্রীধরণ। তিনি গত বছরের টি-২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার সঙ্গে ছিলেন। চলতি ভারত সফরেও তাঁর পরামর্শেই প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অজি স্পিনাররা
3/8
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও বোলিং পরামর্শদাতা শ্রীধরনের প্রশংসা করেছেন
4/8
শ্রীধরণকে অসাধারণ বোলিং কোচ বলে উল্লেখ করেছেন ও’কিফ
5/8
পুণেতে ভারতকে হারানোর পর শ্রীধরণকে ধন্যবাদ জানিয়েছেন ও’কিফ
6/8
চমকপ্রদ ঘটনা হল, ও’কিফের এই অসাধারণ পারফরম্যান্সে এক ভারতীয়র অবদান আছে
7/8
ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনার শ্রীধরণ শ্রীরাম এখন অস্ট্রেলিয়ার বোলিং পরামর্শদাতা। তিনিই অজি স্পিনারদের ভারতের পিচে বোলিংয়ের কৌশল শেখাচ্ছেন
8/8
১৩ বছর পরে ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। পুণেতে এই জয়ে সবচেয়ে বড় অবদান বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফের। তিনি প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়েছেন