১৫০ বছরের বেশি সময় ধরে মানুষের প্রমাণ সাইজের মোমের মূর্তি তৈরি করে চলেছে মাদাম তুসোর জাদুঘর। গ্ল্যামার, খেলাধুলো, ইতিহাস ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের মূর্তি বানায় তারা।
3/7
মাদাম তুসোয় মূর্তি গড়া হচ্ছে বলে সানি ভীষণ খুশি। প্রথম সিটিং হয়েও গিয়েছে তাঁর। এ জন্য মাদাম তুসো কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
4/7
সানির মূর্তি তৈরি করতে লন্ডন থেকে বিশেষজ্ঞদের একটি দল মুম্বই এসেছে। সানির অন্তত ২০০টি মাপ নেওয়া হয়েছে, তোলা হয়েছে ছবি। এর ভিত্তিতে তৈরি হবে তাঁর ফিগার।
5/7
সানির আগে ঐশ্বর্যা রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, করিনা কপূর, অমিতাভ বচ্চন, সলমন খান, হৃতিক রোশন ও মধুবালার মূর্তি বসেছে এই জাদুঘরে।
6/7
অন্য বলিউড সেলেবদের সঙ্গে সানিকেও এবার জাদুঘরে দেখতে পাবেন তাঁর অনুরাগীরা।