একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুরভিন জানান, ছোট্ট ইভা তাঁদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। এই খুশি ভাষায় প্রকাশ করা যায়না, কেবল অনুভব করতে হয়।
3/10
বলিউডে পা রাখবার আগেই, কসৌটি জিন্দেগী কি, কাজল- সবকি আঁখোমে বসি, কহি তো হোগা, ঝলক দিখ লা জা-র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে সুরভিনকে। ‘হেট স্টোরি ২’-এর হাত ধরে তাঁর বলিউডে অভিষেক।
4/10
ইভা তাঁদের জীবনে আশীর্বাদ, এই কথা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লিখেছেন সুরভিন।
5/10
এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বেবীবাম্পের অনেক ছবি পোস্ট করেছেন সুরভিন।
6/10
২০১৫ সালে ব্যাবসায়ী অক্ষয় ঠক্করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুরভিন। বিয়ের পর দুবছর নিজের বিবাহিত জীবনকে মিডিয়ার থেকে দূরেই রেখেছিলেন তিনি। এমনকি অনেকেই জানতেন না সুরভিন বিবাহিত।
7/10
অক্ষয় ঠক্কর ও সুরভিন চাওলা মেয়ের নাম রেখেছেন ইভা।
8/10
সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রথম ছবি শেয়ার করেন সুরভিন। সঙ্গে লিখে দেন মেয়ের নামও।