ইমরান বা সেলিম মালিকের সময় না হয় কম ম্যাচ হত। কিন্তু বর্তমানে টি-২০ বা একদিনের ম্যাচ যে হারে খেলা হচ্ছে তাতে সোয়ান বা প্লাঙ্কেটের এত দেরিতে ৫০ উইকেট নেওয়া ব্যর্থতা ছাড়া আর কিছু না।
2/6
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সেলিম মালিক সবচেয়ে বেশিদিন খেলার পর ৫০ উইকেট নেন। তাঁর লাগে ২০৩টি ম্যাচ এবং ১২ বছর।
3/6
পাকিস্তানের কিংবদন্তি পেসার ইমরান খানেরও আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট পূরণ করতে ১১ বছর লেগেছিল। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ১৯৭৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমরানের। তিনি ৫০ উইকেট পূরণ করেন ১৯৮৫ সালে।
4/6
ইংরেজ স্পিনার গ্রেম সোয়ান ১০ বছর ৪ মাস দেশের হয়ে খেলার পর তবে ৫০ উইকেট নিয়েছেন।
5/6
শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে ৫০তম উইকেট নিয়েছেন প্লাঙ্কেট।
6/6
ইংল্যান্ডের পেসার লিয়াম প্লাঙ্কেটের ৫০ উইকেট পূরণ করতে লেগেছে ১০ বছর ৩ মাস।