বুদ্ধ টিভি সিরিয়াল থেকে পরিচিত হয়ে ওঠা অভিনেতা হিমাংশু কোহলিও রাম হয়েছেন।
2/5
এছাড়া রাম হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা আশিস শর্মা।
3/5
রাম হয়েছিলেন অভিনেতা গুরমিত চৌধুরী। অরুণ গোভিলের পর তিনিই ছোট পর্দায় জনপ্রিয়তম রামচন্দ্র। তাঁর স্ত্রী দেবিনা করেছিলেন সীতার চরিত্র।
4/5
রাম বলতে প্রথমেই যাঁর কথা মনে পড়ে তিনি হলেন অরুণ গোভিল। ১৯৮৭-তে টেলিভিশনে রামানন্দ সাগরের যে রামায়ণ সিরিজ হয়েছিল তাতে রাম হয়েছিলেন তিনি। তারপর অনেকেই ওই চরিত্রে অভিনয় করেছেন কিন্তু রাম বলতে আজও দর্শকের অরুণ গোভিলকেই মনে পড়ে। এমনকী তাঁর ছবিতে পুজোও করে থাকেন অনেকে।
5/5
অযোধ্যায় রামমন্দির হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যা মানেই যাঁর কথা মনে আসে তিনি হলেন রামচন্দ্র। শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার মানুষের অন্যতম প্রিয় চরিত্র অযোধ্যার রাজপুত্র রাম। ছোট পর্দায় বারবার তুলে ধরা হয়েছে তাঁর জীবনকাহিনী। দেখে নেওয়া যাক রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করা শিল্পীদের।