এক্সপ্লোর
বিশ্বকাপের তারকা ক্রিকেটারকে গরু চরিয়ে জীবনধারণ করতে হচ্ছে
1/5

এক কামরার ঘরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকেন বালাজি দামোর। সংসারের খরচ সামলাতে তাঁর স্ত্রীও খেতে কাজ করেন।
2/5

গুজরাতের কৃষক পরিবারের সন্তান বালাজি দামোরের দখলে রয়েছে একাধিক রেকর্ড। ২৫ ম্যাচে বালাজি দামোর করেছেন মোট ৩,১২৫ রান। দখলে রয়েছে ১২৫ উইকেট।কিন্তু বর্তমানে এই তারকা ক্রিকেটারকে গরু চরাতে হচ্ছে।
3/5

বালাজি দামোর দৃষ্টিহীন ক্রিকেটার। ১৯৯৮-এ দৃষ্টিহীন খেলোয়াড়দের ক্রিকেট বিশ্বকাপে বালাজি দামোরের দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছিল।
4/5

১৯৯৮-এর বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন বালাজি দামোর। তিনি ছিলেন দলের তারকা অলরাউন্ডার।
5/5

একটা সময় আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ছিলেন বালাজি দামোর। আর বর্তমানে তিনি গরু চরানোর কাজ করতে বাধ্য হচ্ছেন। এই গ্যালারিতে দেখুন, বালাজি দামোরের বেদনাদায়ক কাহিনী।
Published at : 17 Sep 2016 08:28 AM (IST)
View More























